এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপারের তদারকিতে গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম ৪’জুলাই সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রেজাউল করিম (৩৫), নামের এক মাদক কারবারিকে ০১ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামী রেজাউল মাদারবুনিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইউসুফ জোমাদ্দার, মাতা মোসাঃ জহুরা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, পটুয়াখালী জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্ (পিপিএম) এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান (প্রশাসন ও অর্থ ),পটুয়াখালীর তদারকিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ এ,কে, এম, আজমল হুদার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার এস,আই (নিঃ)/এম নজরুল ইসলাম, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদারবুনিয়া এলাকায় মাদক অভিযান পরিচালনা করে রেজাউল করিম (৩৫), নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেন। এসময় আসামীর নিকট হতে নীল পলিথিনে মোড়ানো ৫০০(পাঁচশত) গ্রাম করে দুইটি প্যাকেট মোট ০১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্ পিপিএম প্রতিবেদককে বলেন, পটুয়াখালী জেলায় যোগদান করার পর থেকে আইন শৃংখলা নিয়ন্ত্রনসহ মাদক বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড ও অভিযান পরিচালনা করে আসছি, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ এ,কে,এম আজমল হুদা বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।