নাহিদ সরদার
বানারীপাড়া (বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলমের ৬৭তম জন্মদিন উদযাপিত হয়েছে। সোমবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডুর সভাপতিত্বে কেক কেটে এ জন্মদিন উদযাপিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সদস্য সহকারী-অধ্যাপক জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক, সড়ক ও জনপথের (সওজ) সাবেক কর্মকর্তা মো. ইউসুফ, সাবেক ব্যাংকার জাহাঙ্গীর হোসেন দুলাল, ডিএসবির সাব-ইন্সপেক্টর (এসআই) মোশারেফ হোসেন, বরিশাল জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক কামাল হোসেন বিপ্লব, বানারীপাড়া প্রেস ক্লাবের সহসভাপতি কেএম সফিকুল আলম জুয়েল, প্রভাষক মামুন আহমেদ ও স্বপন মাঝি, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মু. মুন্তাকিম লস্কর কায়েস ও সুমম রায় সুমন, যুবলীগ নেতা মহসিন রেজা ও তপু খান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনির খান, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হায়দার আলী, বাইশারী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি খলিলুর রহমান বালী, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হারুন অর রশীদ, ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী ও মনির হোসেন, ব্যবসায়ী দুলাল হোসেন ও ত্রিনাথ পোদ্দার প্রমুখ।
অনুষ্ঠান শেষে সংসদ সদস্য মো. শাহে আলমের সুস্থ ও সুন্দর জীবন এবং তার দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
বানারীপাড়া, বরিশাল
তারিখ: ১৮-০৭-২০২২ খ্রি.।