আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: ৩০ আগষ্ট
জয়পুরহাটের আক্কেলপুরে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ আগষ্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভা শেষে উপজেলার ২শত ৪৪ জন বীর মুক্তিযোদ্ধাদের হাতে সনদ ও স্মার্ট কার্ড তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, উপজেলা সমাজ সেবা অফিসার সোহেল রানা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নবীবুর রহমান প্রমুখ।
উপজেলায় বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ৪শত ১২ জন। তার মধ্য জীবিত মুক্তিযোদ্ধার সংখ্যা ২শত ৪৪ জন এবং মৃত মুক্তিযোদ্ধা ১শত ৬৮ জন। জীবিত মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুকৃত ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড পায়। জীবিতরা উপস্থিত থেকে সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড নিজে গ্রহন করে।
বিতরণ অনুষ্ঠানে, প্রধান অতিথি বলেন, সারা দেশের ন্যায় আক্কেলপুরেও ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড দেওয়া হয়। সনদ ও আইকার্ড পেয়ে আমরা খুশি মাননীয় প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে আরো বলেন এই সনদ ও কার্ড টি মহামূল্যবান আপনারা সকলে সযত্নে রাখবেন।
আক্কেলপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নবীবুর রহমান বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। মুক্তিযোদ্ধার স্বীকৃতিস্বরুপ আমরা আজ ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড পেলাম। এতে আমরা ভীষন আনন্দিত হয়েছি।