1. admin@totthoprokash.com : akas :
  2. akaskuakata1992@gmail.com : Mehedi Hasan Sohag : Mehedi Hasan Sohag
সোমবার, ০৫ জুন ২০২৩, ১২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
কলাপাড়ায় দখলমুক্ত হলো খাস পুকুর কৃষকদের নিয়ে পদ্ধতি প্রদর্শনী সভা করল ঠাকুরগাঁও সুগার মিলস্ ক্রেতা-বিক্রেতার হাঁক-ডাকে জমে উঠেছে সাপাহারের আমবাজার মধুপুরে প্রাথমিক শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে দেড়লাখ ইউ এস ডলার ও দশ হাজার ইউরো সহ একজন আটক চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট মাঠে বিজিবি-বি এস এফ ফ্রেন্ডশিপ ভলিবল খেল চুয়াডাঙ্গার উপর দি‌য়ে ব‌য়ে যা‌চ্ছে তীব্র তাপদাহ শেরপুর ঝিনাইগাতী মাদক বিরোধী গণসচেতনামূলক র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত বরিশালে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে ‌র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বিজ্ঞপ্তিঃ
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে।

আশ্রয়হীন অসহায় পরিবারকে ঘর করে দিলেন পুলিশ সদস্য এস এম আকবর

  • আপডেট সময়ঃ বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৮১ বার

জি এম রিয়াজুল আকবর

খুলনা ব্যুরোঃ

কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়ন প্রত্যন্ত অঞ্চলের একটি পরিবারকে নতুন ঘর তৈরি করে দিয়ে অসহায় পরিবারের মুখে হাসি ফুটিয়েছে ফেসবুক ভিত্তিক মানবিক ও সামাজিক সংগঠন ‘উই আর বাংলাদেশ’ (ওয়াব)।

জানা গেছে, উত্তর বেদকাশি ইউনিয়নের হাজাত খালী গ্রামের
হাজারী লাল সরকারের পুত্র নিরাপদ সরকার ( ৭০), ১ ছেলে ১ মেয়ে নিয়ে ঝুপড়ি ঘরেও সুখে জীবন যাপন করতো। তার একমাত্র পুত্র পিতা মাতাকে ফেলে অন্য জায়গায় যেয়ে নিজে জমি কিনে বসবাস করছে। কোন খোঁজ খবর ও নেয়না পিতামাতার। অসহায় হয়ে মানবেতর জীবন পার করছে তারা। বসবাসকৃত ঘরটিতে থাকার মতো জায়গা নেই। স্বামী-স্ত্রী দু’জন থাকেন এই ঝুপড়িতে! অভাব অনটন নিত্য দিনের সঙ্গী। নদীতে জাল টেনে সংসার চালায় তিনি। বৃদ্ধ হয়ে যাওয়ায় তেমন কিছুই করতে পারেনা। বৃষ্টি এলেই ঝুপড়ির মধ্যে ঝপঝপ করে পানি পড়ে থাকার ঘরটিতে। সামাজিক ও মানবিক সংগঠন ওয়াব এর সদস্যরা জানতে পেরে সংগঠনের প্রতিষ্ঠাতা মানবিক পুলিশ সদস্য আকবর কে জানালে তিনি সংগঠনের মাধ্যমে এই বৃদ্ধ, বৃদ্ধার একটি থাকার জন্য ঘর করে দেয়। শুধু তাই নয় তারা সেখানে একটি টিউবওয়েল ও তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে নিরাপদ সরকার জানান, পুলিশ বাবা আমার এই ঘরটা করে দিয়ে আমার থাকার জায়গা হয়েছে। আগে খুবই কষ্ট পেতাম যা বলার মতো নয়। এসময় তিনি বলেন সবসময় যেন তিনি আমাদের মতো লোকের পাশে থাকতে পারেন এজন্য তারজন্য আর্শীবাদ করি সবসময়। এখন আমি ভালো আছি।

ফেসবুক ভিত্তিক ব্যতিক্রম গ্রুপ ওয়াব সূত্রে জানা গেছে, সংগঠনটি ২০১৬ সালে অসহায় মানুষের জন্য মানবিক পুলিশ সদস্য এস এম আকবর প্রতিষ্ঠা করেন, সংগঠনটি আশ্রায়হীনদের ঘর তৈরি করে দেন শুধু তাই নয় মুমূর্ষু রোগীদের রক্তের দরকার হলে ওয়াব এর সদস্যরা ছুটে যায় রক্ত প্রদান করেন, করোনা কালীন সময়ে মানুষের মাঝ খাদ্য বিতারণ করে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এমনকি দেশের বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাঁরা।

স্থানীয় ইউ,পি,সদস্য আঃ সবুর জানান, পুলিশ সদস্য আকবর ভাই আমার এলাকার হতদরিদ্র পরিবারকে যে ঘরটি তৈরি করে দিয়েছে তাকে আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই। তার কাছে আমার একটাই দাবি তিনি যেন সবসময় এসব মানুষের পাশে থাকেন।

এ প্রসঙ্গে ওয়াব এর প্রতিষ্ঠিতা এস এম আকবর জানান ওয়াব এর মাধ্যমে সারাদেশে প্রতিবন্ধী/ভিক্ষুকদের পূনর্বাসন, মসজিদ মাদ্রাসা সংস্কার, বিধবাদের জন্য খাবার সরবরাহ, গৃহহীনদের জন্য ঘর উপহার, রক্তদান সহ নানাবিধ কাজ করে থাকি আমরা। এমন সামাজিক ও মানবিক কাজ আমৃত্যু করে যাবো। আলো আসবেই ইন শা আল্লাহ।

সোসাল মিডিয়ায় সেয়ার করুন।

এ জাতীয় আরো খবর।
এই সাইটের কোন নিউজ/অডিও/ভিডিও কপি করা দন্ডনিয় অপরাধ।