নিউজ ডেস্ক
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু, মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর এডওয়ার্ড টেড কেনিডি’র ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৫ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ সেমিনার হলে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। মঞ্চে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ জলিল, অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় পার্টি জেপি-র সভাপতিমন্ডলির সদস্য বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী।