রুনা আমির, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
আসন্ন ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী হিসেবে লড়বেন নলছিটি পৌর আওয়ামী লীগের সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর, গরীবের ডাক্তার এসকেন্দার আলী খান। এরই মধ্যে তাঁকে নিয়ে শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা।
জানা গেছে, গত ২৩ আগস্ট জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। ঘোষিত ঐ তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর।
এ ব্যাপারে ডাঃ এসকেন্দার আলী খান এ প্রতিবেদককে জানান, তিনি ইতমধ্যেই নির্বাচনের সার্বিক প্রস্তিতি নিয়েছেন। দলীয় সিদ্ধান্ত পেয়ে প্রতিদ্বন্দিতার মাধ্যমে তিনি নির্বাচবত হলে জেলাপরিষদকে আধুনিক জেলাপরিষদ হিসরবে গড়তে নিজেকে পুরোপুরি নিয়োজিত রাখবেন।