এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।
সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে নজিরবিহীন অব্যবস্থাপনার বিরুদ্ধে ৩১জুলাই বিএনপির কেন্দ্রঘোষিত বিক্ষোভ সমাবেশে ভোলায় শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ কতৃক নির্বিচারে গুলিতে নিহত সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের মৃত্যু ও অসংখ্য নেতাকর্মী আহত হয়। পুলিশের গুলিতে আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ৩’রা আগষ্ট দুপুরে ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের হত্যা ও স্বেচ্ছাসেবক দল নেতা রহিমের হত্যার প্রতিবাদে পটুয়াখালী জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান শামীমের দিক নির্দেশনায় পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক বেলাল হোসেন, পটুয়াখালী পৌর ছাত্রদলের আহ্বায়ক আমিনুল ইসলাম ও এ,কে,এম কলেজ ছাত্রদলের সভাপতি সাইদুর রহমনের নেতৃত্বে ৩’রা আগষ্ট রাত ৮.১৫ মিনিটের সময় শহরের পৃথক স্থানে দুটি প্রতিবাদ ও মশাল মিছিলের করা হয়েছে। মশাল মিছিলটি শহরের পৌর নিউ মার্কেট থেকে শুরু হয়ে ফায়ার সার্ভিস(ফটিক পট্টি) অফিসের সামনে এসে শেষ হয় অন্যটি সরকারি কলেজ থেকে শুরু করে পৌরসভা হয়ে তিতাস মোড়ে শেষ হয়। মিছিলে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক বেলাল হোসেন ও পটুয়াখালী পৌর ছাত্রদলের আহ্বায়ক আমিনুল ইসলাম, একেএম কলেজ ছাত্রদল সভাপতি সাইদুর রহমান, জেলা ছাত্রদল নেতা হারুন অর রশিদ,আবিদ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মিজান,০১নং সদস্য তাপস কুমার দেবনাথ, পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক কাওসার সহ পটুয়াখালী সরকারি কলেজ, পৌর ও জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ মশাল মিছিলে উপস্থিত ছিলেন।