পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
আজ ২৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশাল এর আয়োজনে এটুআই এর সহযোগিতায় দিনব্যাপী জেলা ব্র্যান্ডিং কার্যক্রমের গতিশীলতা আনয়নে বরিশাল বিভাগীয় পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল এস এম আক্তারুজ্জামান, প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) এটুআইসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে গ্রুপ ভিত্তিক জেলা ব্র্যান্ডিং কার্যক্রমের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন পরে দিনব্যাপী কর্মশালা পরিচালনা করা হয়।