1. admin@totthoprokash.com : akas :
  2. akaskuakata1992@gmail.com : Mehedi Hasan Sohag : Mehedi Hasan Sohag
শনিবার, ১০ জুন ২০২৩, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কলাপাড়ায় দখলমুক্ত হলো খাস পুকুর কোস্ট গার্ডের অভিযানে ৫ কেজি গাঁজা জব্দ স্কুলের কাঁটাতার পেরোতে গিয়ে আহত,আদালতে মারামারির অভিযোগ দাখিল! হাত-পা বেঁধে মা ও শিশু সন্তানকে কেরোসিন ঢেলে আগুন: মা’য়ের মৃত্যু, গ্রেফতার শাশুড়ী শেরপুর ঝিনাইগাতী সড়কের উপরে বাজার জনদুর্ভোগ চরমে! নলছিটিতে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন ভালুকা উপজেলা রাতের আধাঁরে কোটি টাকা মূল্যের কৃষকের জমি দখলের চেষ্টা সাংবাদিক শাহাদত ইসলাম মামুনের কৃতজ্ঞতা প্রকাশ। বাংলাদেশ সরকারের সদ্য ঘোষণা ৬৫ দিনের নিষেধাজ্ঞা কাগজ কলমেই সীমাবদ্ধ। কলাপাড়ায় দুর্যোগ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত। কোষ্টগার্ডের অভিযানে রেনুপোনাসহ আটক-২৩
বিজ্ঞপ্তিঃ
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে।

বাউফলে গাজাঁসহ ফয়সাল আটক, কুখ্যাত মাদক কারবারি গাজাঁ মকবুল পলাতক.

  • আপডেট সময়ঃ শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১০৬ বার

এম.জাফরান হারুন, নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী:: থানা পুলিশের কঠোর অবস্থানেও থামছেনা বাউফলে মাদকের বিস্তার। প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে গোপনে চলছে মাদকের ব্যবসা বানিজ্য। থানা পুলিশের কঠোর অভিযানে আটক হচ্ছে রেকর্ড পরিমান মাদক।

তারই ধারাবাহিকতায় পটুয়াখালীর বাউফলে শনিবার (২৭ আগষ্ট ) ভোরের দিকে অভিযানে ২কেজি গাঁজা সহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিশুরী পুলিশ ফাড়ির এএসআই (নিঃ) জাহিদুল ইসলাম ও তার সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে Nax Power লেখা কালো রংয়ের স্কুল ব্যাগের মধ্যে থেকে হলুদ ও নীল রংয়ের দুটি পলিথিনের মধ্যে মোড়ানো রক্ষিতভাবে রাখা ২কেজি গাঁজা সহ মোঃ ফয়সাল বেপারী (২৫) কে আটক করা হয়।

আটককৃত ফয়সাল বেপারী কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের ৮নং ওয়ার্ডভূক্ত বাসিন্দা মোঃ শাজাহান বেপারীর ছেলে।

পুলিশ আরও জানান, গাজাঁসহ ফয়সাল বেপারীকে আটক করার সময় সংগে থাকা আরেক জন মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।

মাদক কারবারি ফয়সাল বেপারী বলেন, আমি অন্য একটি চাকরি করি। তবে গাজাঁ মকবুল এর গাজাঁর ব্যাগটি ৫০০০ (পাচ হাজার) টাকার বিনিময়ে মমিনপুরে পৌঁছনোর আগেই আমাকে পুলিশ আটক করেছে। গাজাঁ মকবুল মমিনপুর বাজারে ব্যবসা করে। তার বাড়ি মমিনপুর সিকদার বাজারের দক্ষিণ পাশে।

স্থানীয় জনসাধারন জানান, এলাকায় গাজাঁ মকবুল নামে পরিচিত। দীর্ঘদিন মাদকের কারবার করে আসছে গাজাঁ মকবুল ও ফয়সাল বেপারী। তাদের উৎপাতে আমরা সাধারন জনগণ অতিষ্ঠ। কেউ সাহস পায়না তাদের বিরুদ্ধে কথা বলার। এই মাদক কারবারি থেকে এলাকা, ছাত্র ও যুবসমাজ সহ আমরা সাধারন জনগণ পরিত্রান চাই। বসবাস সহ ঘুমাতে চাই একটু শান্তিতে। প্রশাসনের প্রতি অনুরোধ রইল।

এব্যাপারে বাউফল থানার ওসি আল-মামুন জানান, আটককৃত মাদক কারবারি ফয়সাল বেপারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। এবং গাজাঁ মকবুলকে আটকের জন্য অভিযান অব্যাহত আছে।

সোসাল মিডিয়ায় সেয়ার করুন।

এ জাতীয় আরো খবর।
এই সাইটের কোন নিউজ/অডিও/ভিডিও কপি করা দন্ডনিয় অপরাধ।