রুয়েব আহমেদঃ সুনামগঞ্জ প্রতিনিধি
অদ্য ৩/০৮/২০২২/ তারিখ রোজ বুধবার বেলা ২ টায় সুনামগঞ্জ জেলার শান্তিগন্জ উপজেলার বীরগাঁও গ্রামে এক নৌকা দৌড়ের আয়োজন করা হয়, এতে অনেক দুর দুরান্ত থেকে অনেক নৌকা আসে এবং জমজমাট উৎসবমুখর পরিবেশে আজ বীরগাঁও লাওয়া নদীর তীরে অনুষ্ঠিত হলো গ্রামীন ঔহিত্যের প্রান নৌকা বাইচ,
খুবই চমৎকার সবার অংশগ্রহন আমাদের আয়োজনকে সফল সার্থক করে তুলেছে,ধন্যবাদ জানাই এলাকার যুব সমাজ কে আর দর্শকসারীতে উপস্থিত মুরব্বিদের দেখে , , সেই সময় গন্যমান্য ব্যাক্তি গন বলেন এলাকার সকল ছেলেরা যেভাবে নৌকা বাইচে নিজেদের পারফরম্যান্স তুলে ধরেছে যা দর্শকদের মনে নৌকা বাইচের প্রতি ভালোবাসার এক জায়গা তৈরী করেছে,,পরিশেষে ধন্যবাদ জানাই সকল নৌকার মালিকদের যাদের অংশগ্রহন আর পরিচালনা কমিটির দিকনির্দেশনা মেনে আমাদের আয়োজনকে সফল করে দিয়েছেন,,সব শেষে
আজকের নৌকা দৌড়ে বিজয়ী হয়েছে
১ম বিজয়ী ঃবীরগাঁও গাঙপার
২য় বিজয়ীঃ বীরগাঁও দক্ষিন পাড়া
৩য় বিজয়ী ঃ বীরগাঁও খালপাড়