রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে বড়ইয়া ডিগ্রি কলেজে’র শিক্ষার্থীদের সাথে মাদক, বাল্যবিবাহ, জঙ্গীবাদ ও ইভটিজিং প্রতিরেধে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ আগষ্ট) বেলা ১২ টায় কলেজের হল রুমে উপাধ্যক্ষ গাজী জসীম উদ্দীনের’র সভাপতিত্বে সহকারী অধ্যাপক আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে মাদক, বাল্যবিবাহ, জঙ্গীবাদ এবং ইভটিজিং এর কুফল এবং এর সামাজিক অবক্ষয় নিয়ে মুক্ত আলোচনা করেন রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়। এ সময় কুউজের মাধ্যমে বিভিন্ন প্রশ্নোত্তরে পর্বের আয়োজন ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাদক,বাল্যবিবাহ, জঙ্গীবাদ ও ইভটিজিং মুক্ত বড়ইয়া কলেজের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সানজিদা আক্তার পিংকি প্রমূখ।
এসময় কলেজের সকল শিক্ষক, কর্মচারীসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।