সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা সীমান্ত থেকে ১০৬ পিস স্বর্ণেরবারসহ সাজু আহম্মদ (২০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১৮অক্টোবর )দুপর১ টার সময় কাশিপুরস্থ ব্যাংদা সিমান্তে বাশ তলা মোড় পাকা রাস্তার উপর থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।
আটকৃত আসামি চৌগাছা থানার বড় কাবিলপুর গ্রামের মৃত সালামের ছেলে।এ সময় পাচারকারীর ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে,কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি,ঝিকরগাছা সিমান্তে দিয়ে স্বর্ণের চালান ভারতে পাচার হবে।তখন বিজিবি নজরদারি ও তথ্য মতে সন্দেহ ভাজন এক জনকে আটক করে তার দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে মাজায় রাখা১০৬পিস স্বর্ণের বার সহ আটক করা হয়। যার ওজন ১২ কেজি৫০০ গ্রাম এবং বাজার মূল্য ১০কোটি টাকা।
তিনি আরও জানান, স্বর্ণের পাচার রোধকল্পে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে। স্বর্ণের চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনার সর্বাত্বক প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে।