মোঃ মেহেদী হাসান সোহাগ মৃধা
কুয়াকাটা কলাপাড়া-প্রতিনিধি:
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে প্লাস্টিকের বোতল, পলিথিন ও অন্যান্য বর্জ্য পরিষ্কার করেছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ। রবিবার (০৯ অক্টোবর) বেলা ১১টায় জিরো পয়েন্ট থেকে ডানে এবং বামে প্রায় এক কিলোমিটার এর মত যায়গা পরিষ্কার- পরিচ্ছন্ন করেন তারা।
এসময় অনেক পর্যটক সহ ক্যামেরাম্যান এবং সৈকতের বিভিন্ন ক্ষুদ্র ব্যাবসায়ীরা এ কাজে ট্যুরিস্ট পুলিশকে সহযোগিতা করেন। এছাড়াও ময়লা ফেলার জন্য ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে সৈকতের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করা হয়।
পর্যটক মাসুত পারভেজ সাগর জানান, সত্যিই এখন অসাধারণ লাগছে এই সৈকতটি। সবসময় এমন রাখতে পারলে পর্যটকরা মুগ্ধ হবে কুয়াকাটা এসে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, সৈকতটি যেন পর্যটকদের কাছে সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ মনে হয় সে লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। এখন থেকে এই সৈকত পরিষ্কার- পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত রাখবে কুয়াকাটা টুরিস্ট পুলিশ।