শাহাদাত চৌধুরী (নওগাঁ) নিয়ামতপুর প্রতিনিধিঃ
আজ ৬।১০।২২ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ৯. ৩০ ঘটিকায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার মাদারীপুর পল্লীসমাজে কিশোরদের নিয়ে দূর্বার বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে বাল্য বিয়ের কুফল বিষয়ে আলোচনা করা হয়। বাল্য বিয়ে হলে নারী নির্যাতন, বহু বিবাহ, তালাক ও আত্মহত্যার প্রবনতা বৃদ্ধি পায়। বাল্য বিয়ে প্রতিরোধে প্রথমে বুঝানো হবে অন্যথায় ১০৯ ও ৯৯৯ নাম্বারে ফোন করার সিদ্ধান্ত গ্রহণ করে। পারিবারিক কাজে পুরুষের অংশ গ্রহণ করার পরামর্শ দেয়া হয়। কারণ কোন কাজেই লিখা নাই কোনটা নারীর কাজ আর কোনটা পুরুষের কাজ তাহলে কেনো নারীকেই শুধু একাই পরিবারের সব কাজ করতে হবে। নাটী পুরুষের কাজ বুঝিয়ে দেয়ার পর সকলে সিদ্ধান্ত নেয় আজ থেকে পরিবারে নারীকে পারিবারিক কাজে সহযোগিতা করবে।
আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান পরিচালনা করেন মোসা আফরোজা আইরিন অফিসার( সেলপ্) সভাপতিত্ব করেন পল্লীসমাজ এর সভাপ্রধান বুলবুলি রানী।