রাসেল মোল্লা,কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি
পাচারকালে ৩৫ বন্দী ঘুঘু উদ্ধারের পর অবমুক্ত করেছে অ্যানিমেল লাভার্স অফ কলাপাড়ার সদস্যরা। শুক্রবার (৪ নভেম্বর দুপুর ১টায় কুয়াকাটা পৌরসভা চত্বরে পাখিগুলো অবমুক্ত করা হয়।
এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে কুয়াকাটা চৌরাস্তায় বরিশালগামী একটি বাসে তল্লাশি চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়।
এসময় পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার, বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ, অ্যানিমেল লাভার্স অব কলাপাড়ার টিম লিডার রাকায়েত আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।
অ্যানিমেল লাভার্স অব কলাপাড়ার সদস্য কেএম বাচ্চু জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কুয়াকাটা থেকে কিছু পাখি পাচার হচ্ছে। পরে বরিশালগামী একটি গাড়ি তল্লাশি চালিয়ে পাখিগুলো উদ্ধার করি।
বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যদের স্বাগত জানাই। তারা এর আগেও বন্দিদশা থেকে বেশ কিছু বন্যপ্রাণী উদ্ধার করেছে।