গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে শিবগঞ্জ বাজারে গতকাল শনিবার ভোর সকালে দিকে একটি কাপড়ের দোকানে তালা কেটে চুরি সংঘটিত হয়েছে। উপজেলার শিবগঞ্জ বাজারে অবস্থিত কলেজ টেইলার্স এন্ড বস্ত্রালয়ে ভোর সকালে এ ঘটনা ঘটে।
দোকানে মালিক হারুন অর রশিদ জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাত ৯ টার দিকে দোকানে তালা দিয়ে বাসায় চলে যাই। শনিবার সকাল সাড়ে ৮ টায় দিকে বাজারে এসে দোকানের তালা কাটা অবস্থায় দেখতে পাই। এসময় দোকানে ভিতরে থাকায় আনুমানিক ১১০টি থান কাপড় ও ১৫’ শ গজ কাটা কাপড়, ৪’শ গজ টরে কাপড়, ৭০/৭৫ টি থ্রি-পিস ও ১৩০/১৫০ টি লুঙ্গিসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে চোরেরদল। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এবিষয়ে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।