রাসেল মোল্লা কলাপাড়া প্রতিনিধি
কলাপাড়ায় রাষ্ট্র্রীয় মর্যাদায় লালুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, প্রবীণ আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জালাল তালুকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় পৌর শহরের এতিমখানা জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে তার প্রতি রাষ্ট্রীর মর্যাদায় সালাম প্রদর্শন করা হয়। পরে এতিমখানা কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য, কলাপাড়া থানার সাব ইন্সপেক্টর মো: হুমায়ুন কবির এর নেতৃত্বে পুলিশ বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করেন।
জানাযা নামাজে কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড’র সদস্য, আইজীবী,পেশাজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমান্য বাক্তীবর্গ অংশগ্রহন করেন।