মুনতাসির তাসরিপ, দশমিনা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দশমিনায় ইউএনও’র হঠাৎ করেই বিদ্যালয় ভবন পরিদর্শনে যাওয়ার খবর পাওয়া গেছে। রবিবার(১৩ নভেম্বর) দুপুরের দিকে
কাজের অংশ হিসেবে পরিদর্শনে গিয়ে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, আইসিটি, গনিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন অতঃপর ক্লাসও নিলেন দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল। গছানী মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থীদের একটি ক্লাস নিয়েছেন তিনি।
সেখানে তিনি নবম শ্রেণির শিক্ষার্থীদের ঘণ্টাব্যাপী পড়িয়েছেন। এ সময় তিনি মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, আইসিটি, গনিত অলিম্পিয়াড সহবিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ইউএনও মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, ‘কাজের অংশ হিসেবে প্রতিদিন উপজেলার কোনো না কোনো ইউনিয়নে যেতে হয়। সময় সুযোগ পেলেই আমি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ক্লাসে ঢুকে শিক্ষার্থীদের ক্লাস নিই, আলোচনা করি। এটা আমার খুব ভালো লাগে। তা ছাড়া এই কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে আইসিটি, গনিত, ইরেজী সহ নৈতিক মূল্যবোধ সৃষ্টি, দেশ ও মানবপ্রেমে উদ্বুদ্ধ এবং সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’
ইউএনওর ক্লাস নেওয়া প্রসঙ্গে নবম শ্রেণির শিক্ষার্থী যুথি আক্তার বলে, ‘স্যারের ক্লাসে খুব আনন্দ পেয়েছি। তিনি খুব মজা করে পড়িয়েছেন। ওনার কাছ থেকে আমরা অনেক নতুন বিষয় জানলাম।’ অভিভাবক হাবিব মিয়া বলেন, ‘ইউএনও স্যার মাঝেমধ্যে পড়ালে আমাদের বাচ্চাদের খুব উপকার হবে। শিক্ষকদের মধ্যেও সুষ্ঠু প্রতিযোগিতা বাড়বে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.খবিরুল বশার রিন্টু বলেন, ‘ইউএনও স্যারের ক্লাসে ছাত্রছাত্রীরা অনেক আনন্দ পেয়েছে। স্যার এই এক ঘণ্টা সময় তাদের সঙ্গে মিশে গিয়েছিলেন। অনেক বিষয় নিয়েই তিনি আলোচনা করেছেন।’
এ ধরনের উদ্যোগে বিদ্যালয়ে জবাবদিহি বাড়বে বলে মনে করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. মাহফুজুর রহমান। তিনি বলেন, এ রকম উদ্যোগ অব্যাহত থাকলে প্রকৃত শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে। এ ছাড়া বিদ্যালয়ে নিয়মশৃঙ্খলা ও জবাবদিহি বাড়বে।