রাসেল মোল্লা কলাপাড়া পটুয়াখালী (প্রতিনিধি)
পটুয়াখালীর কলাপাড়ায় কাগজে কলমে ওয়ার্ড,ভোটকেন্দ্র,ও ভোটার বিলুপ্ত দেখিয়ে ওয়ার্ড বিভাজনের আবেদনের মাধ্যমে নির্বাচন বানচাল করে ইউ’পি চেয়ারম্যান রিয়াজ তালুকদার বিনা ভোটে ক্ষমতা ধরে রাখতে চাইছে। ইউপি’চেয়ারম্যান ও মোম্বরদের এই অপকৌশলে বিক্ষুব্ধ জনগন,উত্তাল সমগ্র ধানখালী। এর প্রতিবাদ জানিয়ে ধানখালীর ক্ষুব্ধ জনতার আয়োজনে দ্বিতীয় দফায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সারে সাতটায় উপজেলার ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে ৮ নং
ওয়ার্ড ভোট কেন্দ্র সাইক্লোন সেল্টার মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ধানখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃরব হাওলাদা’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাজাদা পারভেজ (টিনু) মৃধা,সাধারন সম্পাদক জাকির মৃধা,
ধানখালী ইউনিয়ন মুজাহিদ কমিটি নায়েবি ছদর এ্যাড ভোকেট মোঃ নুর হোসেন খান। মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আমিনুল ইসলাম (ফকুমৃধা),
বাংলাদেশ জমিয়াতী হিজবুল্লাহ ধানখালী ইউনিয়ন সভাপতি আঃলতিফ গাজী, ইউনিয়ন আওয়ামী যুগ্ম সম্পাদক মোঃ আনিচুর রহমান (দানেস)মৃধা, ক জাতীয়তাবাদী দল (বিএনপি) ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন মোল্লা,তরিকত ফেডারেশন ইউনিয়ন সভাপতি মোঃ আনছার সরদার সহ প্রমুখ,
এসময় বক্তারা বলেন,ধানখালী ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান যে মিথ্যার খেলায় মেতেছেন তাতে তিনি সফল হতে পারবেন না। জনগনের কাছে তার মুখোশ উম্মোচন হয়েছে। জনগন ফুঁসে উঠেছে, মেম্বরদের নিয়ে জনগনের চোখে ধুলো দিয়ে যে নাটক রচনা করেছে তা মিথ্যা প্রমানিত হয়েছে। তারা আরও বলেন
চেয়ার ম্যান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পটুয়াখালী উপপরিচালক বরাবরে ওয়ার্ড বিভাজনের আবেদনে যে সকল জায়গা ও ভোট কেন্দ্র বিলুপ্তের কথা উল্লেখ করেছে। সেই জায়গা ও ভোট কেন্দ্রে দারিয়ে আজ তার বিরুদ্ধে হাজারো বিক্ষুব্ধ জনতা প্রতিবাদ জানাচ্ছে। এ সময় তারা আরও বলেন এর আগেও একবার ফকু তালুকদারের আমলে এই চেয়ারম্যান
ষড়যন্ত করে ৯ বছর ক্ষমতা দীর্ঘায়ীত করেছে। এবারে উত্তাল জনতা তা আর হতে দিবেনা। চেয়ারম্যান ওয়ার্ড,ভোটকেন্দ্র,ভোটার
বিলুপ্তের মিথ্যা তথ্য দিয়ে জনগের সাথে যে প্রতারনা করেছে তারজন্য তাকে জনগনের কাছে ক্ষমা চাইতে হবে বলেও হুসিয়ারী উচ্চারণ করেন।
সর্বশেষ সভাথেকে ভোটের অধিকার ফিরেপেতে ও যথাসময়ে নির্বাচনের দাবিতে আগামী কাল শনিবার বেলা ১০ টায় আরপিসিএল তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন ফুলতলি বাজারে মানবন্ধনের ডাক দিয়েছেন। বক্তারা এতে দলমত নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।