মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি
লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের আওতাধীন ৪০নং লোহাগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২২ সালের ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বনভোজন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ২০ ডিসেম্বর বেলা ১২টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান আতিক।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এরফানুল করিম চৌধুরী।
বিদ্যালয়ের শিক্ষক জলি মল্লিক ও জুয়েল কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ শাহজাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আকরাম,লোহাগাড়া লায়লা হাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম ব্রিকফিল্ড মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সরোয়ার কোম্পানি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চক্রবর্তী প্রমুখ।
পরে বিদ্যালয় পরিচালনা কমিটি ও পিটিআই’র সৌজন্যে অতিথি এবং শিক্ষার্থীদের সম্মানে বনভোজনের আয়ােজন করা হয়।