রাসেল মোল্লা কলাপাড়া আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে কলাপাড়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা উপজেলা প্রশাষন হল রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম, মহিলা কাউন্সিল মোসাঃ মনোয়ারা বেগম, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা।
বক্তব্য রাখেন, নারী উদ্যোক্তা মোসাঃ জান্নাত আরা মিলি, কলেজ শিক্ষার্থী শ্রোনেহা। আলোচনা সভা সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ তাসলিমা আখতার।