আব্দুস সালাম রুবেল স্টাফ রিপোর্টারঃ
ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া ইউনিয়নে চখমিল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ‘৫০ বছর পূর্তি’ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ( ৯ মার্চ ) প্রতিষ্ঠানটির গর্ভনিং বডির সভাপতি জালাল উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সভাপতি পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটি ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
অনুষ্ঠানে চখমিল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষক – শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।