1. admin@totthoprokash.com : akas :
  2. akaskuakata1992@gmail.com : Mehedi Hasan Sohag : Mehedi Hasan Sohag
সোমবার, ০৫ জুন ২০২৩, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
কলাপাড়ায় দখলমুক্ত হলো খাস পুকুর কৃষকদের নিয়ে পদ্ধতি প্রদর্শনী সভা করল ঠাকুরগাঁও সুগার মিলস্ ক্রেতা-বিক্রেতার হাঁক-ডাকে জমে উঠেছে সাপাহারের আমবাজার মধুপুরে প্রাথমিক শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে দেড়লাখ ইউ এস ডলার ও দশ হাজার ইউরো সহ একজন আটক চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট মাঠে বিজিবি-বি এস এফ ফ্রেন্ডশিপ ভলিবল খেল চুয়াডাঙ্গার উপর দি‌য়ে ব‌য়ে যা‌চ্ছে তীব্র তাপদাহ শেরপুর ঝিনাইগাতী মাদক বিরোধী গণসচেতনামূলক র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত বরিশালে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে ‌র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বিজ্ঞপ্তিঃ
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে।

হাট্টিমাটিম সংস্থা’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ২৬ বার

আব্দুস সালাম রুবেল স্টাফ রিপোর্টারঃ

“লার্নিং ইস জয় ” -এ শ্লোগান নিয়ে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ১০ নং চেংঠী হাজারাডাঙ্গা ইউনিয়নের দুইটি শিক্ষা প্রতিষ্ঠান ও দুটি ক্ষুদ্র-নৃগোষ্ঠী (সাঁওতাল) পল্লীতে হাট্টিমাটিম শিশু উন্নয়ন সংস্থা শিক্ষার্থীদের মাঝে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করেছে।

দিনব্যপী আয়োজনের শুরুটা হয় বাগদহ উচ্চ বিদ্যালয় স্কুল মাঠ থেকে। কৃতিশিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠান-২০২৩ উদ্বোধন করেন- তাশহাদুল ইসলাম তারেক, চেয়ারম্যান, হাট্টিমাটিম শিশু উন্নয়ন সংস্থা। বাগদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান বুলুর সমন্বয়ে উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থী, অবিভাবক এবং স্থানীয় লোকজন উপস্থিত হয়ে তারা তাদের মতামত উপস্থাপন করেন। আমিনুর রহমান বুলু তাঁর বক্তব্যে উল্লেখ করেন- আমার শিক্ষকতা জীবনে এই প্রথম এতো সুন্দর একটি আয়োজন দেখলাম। হাট্টিমাটিম শিশু উন্নয়ন সংস্থার কাছে আমাদের আবেদন প্রত্যেক বছর যেনো এই আয়োজন করা হয়। বাগদহ উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান শেষে সেখানে হাট্টিমাটিম শিশু উন্নয়ন সংস্থার সাথে স্থানীয় ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মসূচীর দ্বিতীয় পর্যায়ে ছিলো হাজীপাড়া এবং কাউয়া পুকুর ক্ষুদ্র নৃগোষ্ঠী (সাঁওতাল) পল্লীর ৫০ জন শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। হাট্টিমাটিম শিশু উন্নয়ন সংস্থার হাজীপাড়া এবং কাউয়া পুকুর কমিউনিটি এ্যাকশন গ্রুপের সভাপতি নূর মোহাম্মদ এবং মোজাফফর হোসেনের সমন্বয়ে শিশুদের মাঝে শিক্ষা উপকরণসমূহ বিতরণ করা হয়।

হাট্টিমাটিম শিশু উন্নয়ন সংস্থার দিনব্যাপী আয়োজনের শেষ পর্যায়ে ছিলো হাজারাডাঙ্গা শহিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, শিক্ষা উপকরণ, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই প্রতিষ্ঠানে আলহাজ্ব ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. নূর নেওয়াজ, সিভিল সার্জন, ঠাকুরগাঁও সদর হাসপাতাল। তিনি আলোচনায় উল্লেখ করেন- শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে হাট্টিমাটিম শিশু উন্নয়ন সংস্থার এ আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে এ ধরনের উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে হাট্টিমাটিম শিশু উন্নয়ন সংস্থার চেয়ারম্যান তাশহাদুল ইসলাম তারেক উল্লেখ করেন- হাট্টিমাটিম শিশু উন্নয়ন সংস্থা মূলত শিশুর শিক্ষা, স্বাস্থ্য এবং সুরক্ষা নিয়ে কাজ করে। আনন্দদানের মধ্য দিয়ে শিশু যেনো শিখতে পারে, শেখাটা শিশুর কাছে আনন্দদায়ক হয় হাট্টিমাটিম শিশু উন্নয়ন সংস্থা সেটিই নিশ্চত করে। পাঁচটি কর্মসূচী নিয়ে এ সংস্থাটি কাজ করে ১. মজায় মজায় সারাবেলা ২. কালি কলমে ফুরায় বেলা ৩. শেখার সময় সারাবেলা ৪. আমার স্বাস্থ্য সুরক্ষায় আমিই সেরা ৫. পড়ার ছলে নাট্যমেলা

এই কর্মসূচীগুলোর মাধ্যমে শিশু তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে। শিশুর মানষিক বিকাশ তৈরি হবে, সৃজনশীলতা বৃদ্ধি পাবে, সুকুমারবৃত্তির প্রকাশ ঘটবে। সংস্থাটি শিশুদের স্কুলগামী করতে শিশুদের নিয়ে কাজ করে, স্কুল থেকে ঝরে পরা রোধ করে, শিশুর স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা সৃষ্টি করে। তিনি আরো উল্লেখ করেন- আমরা চাই এই ইউনিয়ন আগামী দিনে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে রূপ লাভ করবে। এ জন্য শিশুদের প্রস্তুত হতে হবে। তারা একেকজন দেশ পরিচালনার যোগ্যতম ব্যক্তি হিসেবে গড়ে উঠবে।
দিনব্যাপী আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন হাট্টিমাটিম শিশু উন্নয়ন সংস্থার রংপুর অঞ্চলের উপদেষ্টা মোকলেছুর রহমান হেলাল শাহ্। তিনি প্রত্যেকটি স্থানের বক্তব্যেই উল্লেখ করেন- চার জেলার মোহনা এই ১০ নং চেংঠী হাজারাডাঙ্গা ইউনিয়ন। এই ইউনিয়ের কৃতি সন্তান তাশহাদুল ইসলাম তারেক, যিনি হাট্টিমাটিম শিশু উন্নয়ন সংস্থার চেয়ারম্যান। তার সংস্থা কাজ করার জন্য আমাদের এই অঞ্চলকে নির্বাচন করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা চাই হাট্টিমাটিম শিশু উন্নয়ন সংস্থা যে আয়োজন করছে তাতে করে আমাদের দায়বদ্ধতা বেড়ে গেছে। আমাদের শিশুদের আগামীদিনে যোগ্য হিসেবে গড়ে উঠতে হবে। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- তৌফিকুল ইসলাম, জেনারেল সেক্রেটারি, হাট্টিমাটিম শিশু উন্নয়ন সংস্থা, মোহাম্মদ আশরাফুল, মিডিয়া ও কমিউনিকেশন প্রধান, হাট্টিমাটিম শিশু উন্নয়ন সংস্থা, লাকী আক্তার, সদস্য, হাট্টিমাটিম শিশু উন্নয়ন সংস্থা।

এ ছাড়াও স্থানীয় মান্যবর শরিফুল ইসলাম খান(সভাপতি) বাগদহ ডিগ্রি কলেজ, জহির উদ্দীন খান(সভাপতি) বাগদহ উচ্চ বিদ্যালয়, মোকলেছুর রহমান হেলাল শাহ্(কৃষকলীগ সহ সভাপতি সুরুজ আলি(প্রফেসর) বাগদহ ডিগ্রি কলেজ, হুমায়ুন (সহকারী শিক্ষক বাগদহ উচ্চ বিদ্যালয়, নূর মোহাম্মদ (সহকারী শিক্ষক দন্ড পাল উচ্চ বিদ্যালয়, আমজাদ হোসেন(অধ্যক্ষ বাগদহ ডিগ্রি কলেজ, সোহরাওয়ার্দী, আফছার আলী (সমাজ সেবক),তালামুন ইসলাম(সমাজ সেবক),রতন কুমার সেন(সমাজ সেবক,মোজাম্মেল হক(ইউপি সদস্য, মোসলেম উদ্দিন (ইউপি সদস্য), মোছা: রাহেলা খাতুন(ইউপি সদস্য), নারায়ণ চন্দ্র ইউপি সদস্য, ভবানী চন্দ্র রায়(ফেডারেশন চেয়ারম্যান), স্বাধীন চন্দ্র রায় (সমাজ সেবক) প্রমুখ।

সোসাল মিডিয়ায় সেয়ার করুন।

এ জাতীয় আরো খবর।
এই সাইটের কোন নিউজ/অডিও/ভিডিও কপি করা দন্ডনিয় অপরাধ।