1. admin@totthoprokash.com : akas :
  2. akaskuakata1992@gmail.com : Mehedi Hasan Sohag : Mehedi Hasan Sohag
শনিবার, ১০ জুন ২০২৩, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কলাপাড়ায় দখলমুক্ত হলো খাস পুকুর কোস্ট গার্ডের অভিযানে ৫ কেজি গাঁজা জব্দ স্কুলের কাঁটাতার পেরোতে গিয়ে আহত,আদালতে মারামারির অভিযোগ দাখিল! হাত-পা বেঁধে মা ও শিশু সন্তানকে কেরোসিন ঢেলে আগুন: মা’য়ের মৃত্যু, গ্রেফতার শাশুড়ী শেরপুর ঝিনাইগাতী সড়কের উপরে বাজার জনদুর্ভোগ চরমে! নলছিটিতে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন ভালুকা উপজেলা রাতের আধাঁরে কোটি টাকা মূল্যের কৃষকের জমি দখলের চেষ্টা সাংবাদিক শাহাদত ইসলাম মামুনের কৃতজ্ঞতা প্রকাশ। বাংলাদেশ সরকারের সদ্য ঘোষণা ৬৫ দিনের নিষেধাজ্ঞা কাগজ কলমেই সীমাবদ্ধ। কলাপাড়ায় দুর্যোগ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত। কোষ্টগার্ডের অভিযানে রেনুপোনাসহ আটক-২৩
বিজ্ঞপ্তিঃ
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে।

কুয়াকাটা পৌর মেয়রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন 

  • আপডেট সময়ঃ রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৩৬ বার
নিউজ ডেস্ক
সংবাদ সম্মেলন করেন, ইলিশ পার্কের ব্যবস্থাপনা পরিচালক রুমান ইমতিয়াজ তুষার।
লিখিত বক্তব্য….
প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, ৫ এপ্রিল কুয়াকাটার মেয়র আনোয়ার হাওলাদার আমাকে তার মুঠো ফোনে ফোন করে জানাতে চান আমি কোথায়? আমি জানালাম আমি ঢাকার পথে। উনি জানতে চাইলেন ফিরতে কতো দেরি হবে? আমি বললাম দুদিন দেরি হবে। আমি জানতে চাইলাম কেনো কি ব্যাপার উনি বললেন আসেন তারপর বস পরেরদিন ফজরের পরে আমার কেয়ারটেকার ও কাজের ঠিকাদার ফোনে জানায় মেয়রের ভাইপো আবুবকর এর নেতৃত্বে একদল লোক জামার দিয়ে ইলিশ পার্কের দেয়াল ভাংতেছে আর গালাগালি করছে। এই সংবাদ শুনে আমার কয়েক ভাই সহ স্থানীয় কয়েকজনকে ফোন করি। তারা দ্রুত এসে প্রতিবাদ করে ভাংচুর বন্ধ করে। পরে মেয়র কাউন্সিলর মনির ঘটনাস্থলে আসলে আমি মেয়রকে ফোন করে জানতে চাই কেনো এসব হচ্ছে? শুনি বললেন আমি জানিনা। উপস্থিত লোকজনকে মেয়র জানায় আমি ঢাকা থেকে ফিরলে ফয়সালা করবেন। আমি ঢাকা থেকে ফিরে কাউন্সিলর মনিরের কাছে জানতে চাইলে মনির জানায় মোর বলছে এখান থেকে রাস্তা যাবে। আমি জানালাম পুরো রাস্তাটাইতো আমার দেয়া বাকি। দরকার হলে পাশের জমির মালিকদের কাছ থেকে নিবে কিন্তু আমাকে না জানিয়ে ফজরের পরে বাইরের লোক দিয়ে কোনো আমার প্রতিষ্ঠানে হামলা করা হলো, কেনো গালাগালি করা হলো। আমি কিছু জানিনা বলে কাউন্সিল মনির চলে যায়। পরে জানতে পারলাম ওইদিন সন্ধ্যায় একটি আবাসিক হোটেলে বসে বাইরের কিছু লোক নিয়ে প্লান করা হয়। কয়েকদিনের মধ্যে রোলার ও টলি দিয়ে আঘাত করে পার্কের কটেজ ও দেয়াল ভাংগা হবে কিন্তু বলা হবে এটি দুর্ঘটনা। এসব জেনে মেয়রের উপর নিরপেক্ষতার আস্থা হারিয়ে সংবাদ সম্মেলনের পথ বেচে নিলাম।
ইতোপূর্বে আব্দুল আলী শেখ এর কাছ থেকে ৩২ শতাংশ জমি ক্রয় করে ইলিশ পার্ক তৈরী করি। এখন এটি সারা দেশের
পরিচিত নাম। কুয়াকাটায় আগত পর্যটকদের জন্য এটি একটি দর্শনীয় স্পট। জমির দৈর্ঘ্য ১৪৯ ফুট, প্রস্থ সামনের দিকে ৮৫ ফুট এবং পেছনের দিকে ১০৩ ফুট।
এখান থেকে ৮/১৪৯ ফুট জমি দিয়ে পার্কের নিজস্ব রাস্তা করি যা এখন লোকজনের জন্য উন্মুক্ত। ওই রাস্তায় ২৫ শত ইট
আমার বিছানো সেই ইটও পৌরসভা বিক্রি করে খেয়েছে। আমার ধারনা মেয়র আনোয়ার হাওলাদারের বিভিন্ন সময় তার উক্তিতে প্রকাশ পেতো আমি সাবেক মেয়রের লোক এমন
প্রতিহিংসার কারনে আমার প্রতিষ্ঠানে হামলা চালিয়ে নেককার জনক ঘটনা ঘটিয়েছে।
প্রয়োজনে যোগাযোগ…
রুমান ইমতিয়াজ তুষার
01711113412
আনোয়ার হাওলাদার মেয়র কুয়াকাটা
01719938666

সোসাল মিডিয়ায় সেয়ার করুন।

এ জাতীয় আরো খবর।
এই সাইটের কোন নিউজ/অডিও/ভিডিও কপি করা দন্ডনিয় অপরাধ।