কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় পাগলা কুকুরের কামড়ে ৪ জনের অধিক শিশু আক্রান্ত হয়েছে বলে জানা গেছে । এলাকাবাসীর সূত্রে জানাযায়,(১২ইএপ্রিল) বুধবার সকালে পশ্চিম ভাড়াউড়া,দক্ষিন ভাড়াউড়া এবং রুপসপুরসহ বিভিন্ন এলাকার ৪ জন শিশুকে কামড়ে দেয় কুকুরটি।আক্রান্ত কয়েকজন জানান,হঠাৎ করে বেপরোয়া একটি কালো কুকুর শিশুদের উপর আক্রমন করে।এর পর কুকুরটি একে একে এলাকার বিভিন্ন স্থানে প্রায় ৪ জনকে কামড়ে আহত করে। আক্রান্ত শিশুরা হলো শ্রীমঙ্গল উপজেলার ৩নং সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া গ্রামের মৃত মোঃ দুরুদ মিয়ার ছেলে মোঃ নাহিদ (৮) ও একেই গ্রামের মো.সাদিক মিয়ার মেয়ে নোহা (৭)।কুকুরের কামড়ে আক্রান্ত দুই শিশু প্রথমে নিয়ে যাওয়া হয় । কিন্তু শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কুকুরের কামড়ের কোন ভেকসিন না থাকায় তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয় ।বর্তমানে আক্রান্ত শিশুরা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানাযায়।