বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের অভিযানে পলাশপুর বৌ বাজার থেকে দুটি গাঁজা গাছসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
আটককৃত আসামি সুরুজ বেপারী (২২) পিতা বাচ্চু বেপারী(কসাই বাচ্চু) মাতা হাসিনা বেগম।পলাশপুর ৪নং গুচ্ছ গ্রাম ৫নং ওয়ার্ডের বাসিন্দা।
কাউনিয়া থানার এস আই নবকুমার ঘোষ এর পক্ষ থেকে সংগীয় ফোর্স অভিযান পরিচালনা করে গত(১০এপ্রিল) রাত ১০ টা ৫৫মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তীতে আটককৃত আসামির বসত ঘরের কবুতরের খোপের পাশে তল্লাশি করে দুই টি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদকদ্রব্য মামলা আছে।