ইসমাইল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ ভালুকা থানা পুলিশ ঈদ কে সামনে রেখে অভিযানে ডাকাতির প্রস্তুতির সময় রোববারগত রাত আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে প্রাইভেটে সহআটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার এবং দেশীয় অস্ত্র জব্দ করেন। গ্রেফতার কৃতরা হলেন, পুলিশ কুমিল্লা জেলার হোমনা থানার চানপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে শাহ-আলম (৩৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ফতেপুর গ্রামের বাবুল মিয়ার পুত্র বেলাল (২৬), ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার সোনাপুর গ্রামের ইসহাক আলীর ছেলে আবু তাহের (৩০) ও জামালপুর জেলার বকশিগঞ্জ থানার বেপারীপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে সবুজ মিয়া(২৯)কে আটক করা হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান,রোববার রাতে উপজেলার মেহেরাবাড়ী এলাকা থেকে তাদের ধাওয়া করে ভালুকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করেন । এই চক্রটি রাতের বেলায় প্রাইভেটকারে যাত্রী উঠিয়ে পরে যাত্রীদেরকে জিম্মি করে সর্বস্ব লুট করে নিয়ে যাওয়ার তথ্য রয়েছে ।এসকল ঘটনা চিহ্নিত চক্রের সদস্যদের নামে বিভিন্ন থানায় একাদিক মামলার সংবাদ পাওয়া গেছে পুলিশ সুত্রে