আব্দুস সালাম রুবেল স্টাফ রিপোর্টারঃ
পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে ঠাকুরগাঁও উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামে যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার মিলনপুর জামে মসজিদের মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলনপুর গ্রামের মুরুব্বি রজব আলীর সভাপতিত্বে এবং মসজিদ কমিটির সভাপতি মোবারক হোসেনের পরিচালনায় এতে মসজিদ কমিটির সম্পাদক রতন মিয়া, বাবুল হোসেন, সামাদ মিয়া, হুমায়ুন আহমেদ সহ দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
যুবকদের মধ্যে যারা আয়োজন ও উদ্যোগ গ্রহণ করেন তারা হলেন,শরিফুল ইসলাম জিবন, মতিউর রহমান মুন্না, মাহমুদুল হাসান রনি, জাকিরুল,সানি, নাদিম, মাসুদ, মুসতাক্কিম,শাকিল সহ আরো অনেকেই।
ইফতার পূর্বে মিলনপুর গ্রামের মুর্দেগান ও মানবজাতির কল্যান কামনা করে মোনাজাত করা হয়।