জি এম রিয়াজুল আকবর
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সুন্দরবনের পাদদেশে অবস্থিত মহেশ্বরীপুর ইউনিয়নের চৌকুনি গ্রামের মোঃ মনিরুল ইসলামের একমাএ কন্যা ১৩ বছর বয়সি মোহনা এক অজানা দূরারোগ্য
রোগে আক্রান্ত হয়েছে। সে সকলের সাহায্য বাচতে চাই
অত্যন্ত গরীব অসহায় দুঃস্থ পরিবারের একমাএ মেয়ে মোহনা। তার পিতা একজন দীনমুজুর
এই বয়সে তার এখন স্কুলে যাওয়ার সময়, খেলা ধূলা,আনন্দ উৎসবে কাটবে তার দিন। আর সেই তাজা প্রান টি দূরারোগ্য রোগে আক্রান্ত হয়েছে তার শরীরের বিভিন্ন স্থান দিয়ে রক্ত বের হচ্ছে। অসহায় পিতা মাতা একমাএ মেয়েটিকে এতদিন যাবত তাহারা নিজের অর্থে চিকিৎসা করিয়েছেন। তাহাদের আর কোন সম্বল নেই। দোরে দোরে মেয়েটির জন্য ভিক্ষার করতে হচ্ছে। আর চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন, উন্নত চিকিৎসায় তাকে ভারতে নিতে হবে তাহলে সে সুস্থ হয়ে উঠতে পারে। মেয়েটির পিতা মাতা সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য জন্য দাবি জানিয়েছে। আপনাদের সকলের সহযোগিতায় ফুটফুটে মেয়েটি ফিরে পেতে পারেন একটি সুন্দর সুখের জীবন। মানবিক দিক বিবেচনা সকলেই আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসুন তার পাশে।
সাহায্য পাঠানোর ঠিকানা- মো. মনিরুল ইসলাম (মনি) মোবাইল বিকাশ নাম্বার : 01301-285010 (পারসোনাল)