বরিশাল প্রতিনিধিঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বরিশাল জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কার্যক্রমের অংশ হিসেবে “সামাজিক দায়বদ্ধতা গড়ে উঠুক আধুনিক সাংবাদিকতা” সাংবাদিকের কলম হোক দেশ ও মানুষের জন্য এই শ্লোগানকে সামনে রেখে (১-৭) মে জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর বরিশাল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক গৌতম বাড়ৈ (উপ-সচিব) এর হাতে স্মারক লিপি প্রদান করা হয়েছে।
সোমবার ৮ই মে বেলা ১১টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বরিশাল জেলা শাখার সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক মোঃ আফছার উদ্দিন মৃধার নেতৃত্বে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক লিটন বাইজিদ, আসাদুজ্জামান শেখ,এম. আর শুভ, আল-আমিন গাজী, সুব্রত বিশ্বাস, আম্মান, তারিকুল ইসলাম, নাজমুল সানী, আলিফ হাওলাদার, ইমরান হোসেন, মামুন হাওলাদার, আরেফিন পারভেজ, রাজিব হোসেন, শাহরিয়ার প্রমুখ।