শাহাদাত চৌধুরী নওগাঁ নিয়ামতপুর প্রতিনিধিঃ
“দ্যা ড্রিমার”, মানে যে স্বপ্ন দেখে । ২৫ জন ড্রিমারকে নিয়ে আজ নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শ্রীমন্ত পুর ইউনিয়নের হরিপুর গ্রামে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে স্বপ্নসারথি দল গঠন করা হয়। স্বপ্নসারথি দল গঠনে উপস্থিত ছিলেন মো. হাবিবুর রহমান ( শিক্ষক) , ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির এ্যাসোসিয়েট অফিসার মোসা. আফরোজা আইরিন পল্লীসমাজের সভাপ্রধান নুরেকা বেগম বেগম । উপস্থিত গনের আলোচনায় বাল্যবিয়ে প্রতিরোধে করণিয় নিয়ে কিভাবে নিজেসহ আশেপাশের সবাইকে সচেতন করে সমাধান করা যায় সেবিষয়ে আলোচনা করেন। এই দলগঠনের মাধ্যমে কিশোরীরা নিজেদের সংগঠিত করতে পারবে একে অপরের খোঁজখবর রাখতে পারবে জীবনের লক্ষ্য স্থির করতে পারবে একে অপরের সাহায্য সহযোগিতা করতে পারবে এবং প্রয়োজনে দলবদ্ধভাবে বাল্য বিয়ে রুখেও দিতে পারবে কিশোরীরা তাদের জীবন নিয়ে অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখবে এবং সেগুলো যেন সত্য হয় সেই চেষ্টা করবে।
স্বপ্নসারথি দল গঠনে সর্বসম্মতিক্রমে আহবায়ক নির্বাচিত হয় মোসা. খাদিজা খাতুন, সহ আহবায়ক পদে নির্বাচিত হয় মোসা. হাফিজা ও মোসা. আন্নিকা আক্তার