ইসমাইল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ৫০ টাকার রেইনট্রি গাছ ভাঙার কারণে রাতের আধাঁরে গোয়াল ঘরসহ লাখ টাকার গরু পোড়ানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় এনিয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে।জানা যায়, উপজেলা সরিষা ইউনিয়নের মাছিমপুর গ্রামের সিরাজুল ইসলামের(৪৫) বাড়ির পাশে একই গ্রামের লিটন মিয়া ওরফে মাজন ফকিরের জমিতে কয়েকটি চারা গাছ রোপন করে। এরমধ্যে সোমবার বিকেলে একটি রেইনট্রি কাছে ছাড়া সিরাজুলের ভাতিজা ৫ বছরের শিশু ঘুড়ি উড়াতে গিয়ে ভেঙে ফেলে । এনিয়ে মাজন ফকির ক্ষিপ্ত হয়ে বিভিন্ন প্রকার হুমকী প্রদান করে। পরে মধ্যরাতে গোয়াল ঘরের চালে পেট্রল দিয়ে আগুন দিলে ঘর ও একটি ষাঁড় গরু সহ আনুমানিক লাখ টাকা পোড়ে যায় বলে অভিযোগ করেন সিরাজুল ইসলাম।এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন উক্ত ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি ও সিরাজুলকে আইনগত ব্যবস্থ্যা নিয়ে বলা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, ঘটনার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনগত ভাবে যথাযথ ব্যবস্থার মধ্য দিয়ে জড়িতদের শাস্তি মুলক প্রতিকার গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন।