ইসমাইল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ভূমিদস্যুর অত্যাচার থেকে রক্ষা এবং সুষ্ঠু বিচারের দাবিতে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করেছেন ভালুকার এক ভূক্তভোগী পরিবার। রোববার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগী ভালুকা উপজেলার পাড়াগাঁওয়ের শফিকুল ইসলাম জানান,গত বৃহস্পতিবার(৪ মে)স্থানীয় ভূমিদস্যু প্রায় অর্ধশত বনমামলায় অভিযুক্ত মনিরুজ্জামান ওরফে বনখেকো মনির তাঁর পৈত্রিক বসতভিটা জবরদখল করতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত সন্ত্রাসী বাহিনী নিয়ে তাঁর বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় ওয়াল নির্মাণ করে যাতায়াত বন্ধ এবং বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। বাঁধা দিলে মেরে ফেলার হুমকিসহ নারীদের যৌন হয়রানি ও অশালীন অঙ্গভঙ্গি করে। জোরপুর্বক তাঁর খামার থেকে দু’টি খাসি নিয়ে গেছে এবং চারদিন ধরে বাড়ির সামনে সারারাত উচ্চসরে গান বাজনা করে। বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করায় পানি উত্তোলন ও গবাদিপশুর খামারে পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। মনির বাহিনীর অত্যাচারে দুগ্ধজাত শিশুসহ গোটা পরিবার এখন মানবেতর জীবন যাপন করছে।
সংবাদ সম্মেলনে ভূক্তভোগী নূর মোহাম্মদ সিদ্দিকী ও নায়েম সরকারসহ অন্যরাও উপস্থিত ছিলেন।