ইসমাইল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
মানবাধিকার সচেতনতায় সংখ্যালঘু জনগোষ্ঠীর শিক্ষা অধিকার উত্তরণ পার্ম প্রকল্পের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩মে) বিকেলে নগরীর জয়নুল আবেদীন পার্কে মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থা। ‘সংখ্যালঘু জনগোষ্ঠীর শিক্ষা ও অধিকার উত্তরণ (পার্ম) প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নিবার্হী পরিচালক সুবর্ণা পলি দ্রং।এতে বিশেষ অতিথি ছিলেন সংস্থার কার্যনির্বাহী পরিষদ সভাপতি অরন্য ই. চিরান ও প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি)-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রাজন বীন। অরন ই চিরানের শুচ্ছো বক্তব্য ও উদ্বোধনী ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার প্রোগ্রাম অফিসার মো: আসাদুজ্জামান। এ অনুষ্ঠানে বাংলার ঐতিহ্যবাহী জারি গানের মাধ্যমে মানবাধিকারের ৩০টি ধারা উপস্থাপন করা হয়। এছাড়াও কবিতা আবৃত্তি, ঐতিহ্যবাহী নানান নৃৃত্য ও গানের মধ্য দিয়ে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের একটি আকর্ষণীয় অংশ ছিলো মানবাধিকার বিষয়ক কুইজপ্রতিযোগিতা। উপস্থিত দর্শকবৃন্দ। কুইজ প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। দর্শনার্থীদের মধ্যে অনেকে মত প্রকাশ করে বলেন যে, অনুষ্ঠানটি বিনোদনের পাশাপাশি খুবই শিক্ষনীয় ছিলো এবং বিশেষভাবে মানবাধিকার বিষয়ে অনেক কিছু জানা গেছে।উল্লেখ্য যে,পার্ম প্রকল্পটি প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি) এর একটি প্রকল্প যা বাস্তবায়ন করে শান্তি মিত্র সমাজ কল্যাণ সংস্থা।প্রকল্পটি ২০১৭ সাল থেকে টানা ৭ বছর ধরে ময়মনসিংহের সংখ্যালঘু জনগোষ্ঠী বিশেষ করে বিহারীবীন এবং হরিজন জনগোষ্ঠীর শিক্ষা ও অধিকার উত্তরণের জন্য কাজ করে যাচ্ছে। শিক্ষা এবং অধিকার সচেতনতার একটি অংশহিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।