মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি
লোহাগাড়া(চট্টগ্রাম)সংবাদদাতা:- কোয়ান্টাম ফাউন্ডেশন লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে শাহপীর স্টেডিয়ামে ভোর সকালে বিশ্ব মেডিটেশন দিবস উদযাপন করা হয়। উপজেলা শাখার অর্গানিয়ার জোবাইর আল ফারুক’র পরিচালনায় স্থানীয় কোয়ান্টাম গ্রাজুয়েট,প্রো-মাস্টার ও কোয়ান্টাম এসোসিয়েট’রা মেডিটেশনে অংশ গ্রহণ করেন।
“ভালো মানুষ, ভালো দেশ,স্বর্গভূমি বাংলাদেশ” এই প্রত্যয়কে হৃদয়ে ধারণ করে দিবসটি উদযাপন হয়।টোটাল ফিটনেস হতে হলে মেডিটেশন’র গুরুত্ব অপরিসীম। আইডেন্টিয়ার অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক বলেন,শারীরিক-মানসিক-সামাজিকভাবে ফিটনেস অর্জন করা দরকার। মেডিটেশন এখন বিজ্ঞান এবং সারা পৃথিবীতে স্বাস্থ্যসেবার অংশ। রোগ নিরাময়ে,প্রতিরোধ ও প্রশমনে মেডিটেশন’র ভূমিকা এখন স্বাস্থ্য অধিদপ্তর স্বীকৃতি প্রদান করেছেন। তিনি আরো বলেন,সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন লাভ করার জন্য নিয়মিত মেডিটেশন করা অতীব প্রয়োজন।