নিউজ ডেস্ক
উজিরপুরে কৃষি ব্যাংকে গ্রাহক সমাবেশে ঋণ বিতরণ বরিশালের উজিরপুর বন্দরে কৃষি ব্যাংকের গ্রাহক সমাবেশ ও প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় গ্রাহক সমাবেশ ও প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচীতে সভাপতিত্ব করেন জেলা মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আবু মাহমুদ।
সমাবেশে উপজেলা শাখা ব্যবস্থাপক দেবাশীষ রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, ইউপি চেয়ারম্যান এ্যাড. শহীদুল ইসলাম মৃধা, ইউসুফ হাওলাদার প্রমুখ, অফিসার মাহফুজুল আলম রনি। গ্রাহক সমাবেশ শেষে ৪৭ জন গ্রাহকদের মাঝে ৪১ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।