1. smabulhasan091@gmail.com : abul :
  2. admin@totthoprokash.com : akas :
  3. akaskuakata1992@gmail.com : Mehedi Hasan Sohag : Mehedi Hasan Sohag
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৪:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে।

কলাপাড়ায় দুই মাস ধরে ধর্ষন আড়াই মাসের সন্তান নিয়ে বিপাকে কিশোরী

  • আপডেট সময়ঃ শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৬৬ বার
  1. কলাপাড়ায় দুই মাস ধরে ধর্ষন আড়াই মাসের সন্তানকে বিপাকে কিশোরী
    কলাপাড়া প্রতিনিধি
    পটুয়াখালীর কলাপাড়ায় এক কিশোরীকে (১৮) ভয় দেখিয়ে প্রায় ২ মাস ধরে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক পালিয়ে থাকার চার মাস ২১ দিন পর ধরা পড়েছেন। এদিকে ধর্ষণের শিকার কিশোরীর গর্ভে জন্ম নেওয়া আড়াই মাস বয়সি ছেলেসন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন। বিয়ের পর কিশোরীর শ্বশুরবাড়ির লোকজন ওই সন্তানকে মেনে নিতে চাচ্ছে না।

শুক্রবার দুপুরে কলাপাড়া থানা পুলিশ অভিযুক্ত ইয়াসিন হাওলাদারকে (৫০) ধাওয়া করে পুকুরে ফেলে চর চান্দুপাড়া গ্রাম থেকে গ্রেফতার করে।

কলাপাড়া থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান, গত ৭ জুন তরুণীর মা বাদী হয়ে চর চান্দুপাড়া গ্রামের মৃত আজাহার হাওলাদারের ছেলে ইয়াসিন হাওলাদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলায় উল্লেখ করেন, ওই কিশোরীর বাবা-মা প্রতিদিন রাতে বাড়ির পাশের খালে মাছ শিকার করেন। এ সময় ওই কিশোরী বাসায় একা থাকতেন। গত বছরের ১ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত রাতে ইয়াসিন হাওলাদার ওই কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। লোকলজ্জার ভয়ে কিশোরী এ ঘটনা পরিবারের কাউকে জানায়নি।

পুলিশ কর্মকর্তা জানান, চলতি বছরের ৪ মে ওই কিশোরীর অন্যত্র বিয়ে হয়। বিয়ের পর সে শ্বশুরবাড়ি চলে যায়। কিন্তু বিয়ের কয়েকদিন পর তার শারীরিক পরিবর্তন হতে শুরু হয় এবং অসুস্থ হয়ে পড়ে। শ্বশুর বাড়ির লোকজন তাকে চিকিৎসকের কাছে নিলে জানতে পারে সে সাত মাসের অন্তঃসত্ত্বা। ওইদিনই তরুণীকে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরে তরুণী তার পরিবারকে ঘটনা খুলে বলে। এ ঘটনায় তার মা কলাপাড়া থানায় মামলা করেন। ইয়াসিন পালিয়ে যায়।

বর্তমানে ওই কিশোরীর আড়াই মাস বয়সি এক পুত্র সন্তান রয়েছে। তিনি ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকছেন। তাকে নিয়ে তার পরিবার বিপাকে পড়েছেন।

এসআই সাইফুল ইসলাম আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াসিন দৌড়ে পুকুরে লাফিয়ে পড়ে পালিয়ে যাবার চেষ্টা চালায়। পুলিশ পুকুর থেকে তাকে গ্রেফতার করে এবং বিকালে তাকে থানায় নিয়ে আসে।
#
রাসেল মোল্লা
কলাপাড়া

সোসাল মিডিয়ায় সেয়ার করুন।

এ জাতীয় আরো খবর।
এই সাইটের কোন নিউজ/অডিও/ভিডিও কপি করা দন্ডনিয় অপরাধ।