নিউজ ডেস্কে ৪-০ ব্যবধানে বিজেপিকে হারালো তৃণমূল, প্রার্থীদের মমতার শুভেচ্ছা
মমতা ব্যানার্জিমমতা ব্যানার্জি
পশ্চিম বঙ্গের উপনির্বাচনে চার কেন্দ্রেই বিপুল ব্যবধানে জয়ের পথে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। এমন পরিস্থিতিতে জয় ঘোষণার আগেই টুইটে শুভেচ্ছা জানালেন মমতা ব্যানার্জি। এক প্রতিবেদনে এ তথ্য জনাইয়েছে আনন্দবাজার পত্রিকা।
টুইটে মমতা তিনি বলেন, ‘জয়ী ৪ প্রার্থীকেই আমি অভিনন্দন জানাচ্ছি। এই জয় মানুষের। কারণ বাংলার মানুষ ঘৃণা এবং মিথ্যার রাজনীতিকে উপেক্ষা করে উন্নয়ন ও একতাকে বেছে নিয়েছেন। আমরা বাংলাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’
বেসরকারি ফল অনুযায়ী, ৪ আসনেই বড় ব্যবধানে বিজেপিকে হারিয়েছে তৃণমূল। সর্বনিম্ন ভোটের ব্যবধান ৫০ হাজারের বেশি।
খড়দহ আসনে ভোটের ব্যবধান ৯৩ হাজার ৮৩২। শান্তিপুরে ৫০ হাজার ৮৭৮। দিনহাটায় ১ লাখ ৬৪ হাজার ৮৯। গোসাবায় ১ লাখ ৮৩ হাজার ৫১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছে তৃণমূলের প্রার্থীরা