রাসেল মোল্লা কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
বিকল্প আয় বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় হতদরিদ্র পাঁচজন নারীকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। প্রত্যেককে ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের ‘পরিবর্তন’ ও ‘ইপজিয়া’ নামক দুটি প্রকল্পের অবহিতকরণ সভা শেষে তাদের সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এ আর এম সাইফুল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গাজী শাহ আলম, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খাঁন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর ও কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এনজিও প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ওয়ার্ল্ড কনসার্ন সংস্থার পক্ষে নতুন প্রকল্প দুটির বিষয়বস্তু উপস্থাপন করেন প্রোগ্রাম ম্যানেজার সিলভেস্টার মাইকেল মধু ও ফ্রান্সিস তমাল হালদার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ প্রকল্প কর্মকর্তা জেমস রাজীব বিশ্বাস।