নাহিদ সরদার বানারীপাড়া প্রতিনিধিঃবরিশালের বানারীপাড়ায় উওর পাড় যুব সমাজের উদ্যোগে ৩০ই নভেম্বর রোজ মঙ্গলবার বাদ আসর ২য় বার্ষিকী ওয়াজ মাহফিল অনুষ্টিত হবে।ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্টানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ সুমধুর ও বলিষ্ঠ কন্ঠস্বর হজরত মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন,চঁাদপুরি খতিব,মসজিদে আবু বকর রাঃউওর বাড্ডা, ঢাকা,।