1. smabulhasan091@gmail.com : abul :
  2. admin@totthoprokash.com : akas :
  3. akaskuakata1992@gmail.com : Mehedi Hasan Sohag : Mehedi Hasan Sohag
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০১:০০ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে।

নওগাঁর বদলগাছী গোবরচাঁপায় উদ্ধার হওয়া পা এর দেহ মিললো তুলসীগঙ্গা নদীতে

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ১৮৯ বার

নিউজ ডেস্কে নওগাঁর বদলগাছী গোবরচাঁপায় উদ্ধার হওয়া পা এর দেহ মিললো তুলসীগঙ্গা নদীতে

জয়পুরহাট জেলার আক্কেলপুরের তুলসীগঙ্গা নদী থেকে বস্তাবন্দি দুই হাত ও দুই পা ও মাথা বিহীন এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ২ ই নভেম্বর বিকাল পাঁচটায় পৌরসভার পারঘাটি মহল্লার শ্মশান ঘাটির নিচে তুলসীগঙ্গা নদীতে ওই মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় এলাকাবাসীর ধারণা যে,দুইদিন আগে নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাঁপায় দেহ বিহীন যে বিচ্ছিন্ন “পা”পাওয়া গিয়েছিল সেটি এ দেহর ই অংশ হতে পারে।

স্থানীয় বাসিন্দা কমলা নামে এক গৃহবধু বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে নদীর ধারে একটি বস্তা ভাসমান অবস্থায় দেখতে পাই। এরপর ওই বস্তা টেনে তীরে উঠায় তখন বস্তা থেকে খুব দূর্গন্ধ বের হচ্ছিল। বস্তা খুলে দেখি মাথা, দুই হাত ও দুই পা বিহীন এক মরদেহ।

আর এক স্থানীয় বাসিন্দা বুলবুল হোসেন বলেন, আমি হাসুয়া দিয়ে বস্তা কেটে দেখি হাত,পা, মাথা বিহীন এক মরদেহ। তবে ওই মরদেহে মেয়ে মানুষের,পাজামা পড়া দেখে মনে হচ্ছে মরদেহটি কোন এক নারীর হতে পারে। লাশ অর্ধগলীত অবস্থায় পাওয়া যায়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নদী থেকে দুই হাত ও পা বিহীন লাশ উদ্ধার করা হয়। লাশটি কয়েকটি বস্তার মধ্যে মোড়ানো ছিল। ঘটনাটি আশে পাশের থানাতে জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সোসাল মিডিয়ায় সেয়ার করুন।

এ জাতীয় আরো খবর।
এই সাইটের কোন নিউজ/অডিও/ভিডিও কপি করা দন্ডনিয় অপরাধ।