নিউজ ডেস্কে সাংবাদিকতা
আজকের সংবাদ
সাংবাদিক হত্যা:
দায়মুক্তির সুযোগে ন্যায় বিচার যেন মরীচিকা উপকূলে ঘরহারা মানুষ জলবায়ু সম্মেলন থেকে কী পাবে? বাউফল ইউপি নির্বাচনে আগ্নেয়াস্ত্র আতঙ্ক গুরুতর অপরাধে আগাম জামিন মঞ্জুর নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির বাগেরহাটে স্থগিত হওয়া ইউপি নির্বাচন অনুষ্ঠিত ইউপি নির্বাচন ঘিরে সহিংসতায় ইসি বিব্রত: সিইসি ‘সমালোচনা হবে, সেটা মেনে নিতে হবে’ ‘জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে ক্ষতিগ্রস্ত, বেশির ভাগই নারী’ নামিবিয়াকে হারিয়ে সবার আগে সেমি-ফাইনালে পাকিস্তান শরীয়তপুর-চাঁদপুর সড়কে কালভার্ট দেবে যান চলাচল বন্ধ চুরি করতে না পেরে ব্যাংকের কাগজপত্রে আগুন অক্টোবরে রেকর্ড ৪.৭৩ বিলিয়ন ডলার রপ্তানি হাইকোর্টের কার্যতালিকার বাইরে রমনা বটমূলে বোমা হামলা মামলার আপিল বাঁধের উপর আশ্রয় নিয়েছে ৯২ পরিবার ‘কয়লাবিদ্যুৎ থেকে বেরিয়ে না এলে বাংলাদেশ একঘরে হতে পারে’সাংবাদিক হত্যা: দায়মুক্তির সুযোগে ন্যায় বিচার যেন মরীচিকা উপকূলে ঘরহারা মানুষ জলবায়ু সম্মেলন থেকে কী পাবে? বাউফল ইউপি নির্বাচনে আগ্নেয়াস্ত্র আতঙ্ক গুরুতর অপরাধে আগাম জামিন মঞ্জুর নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির বাগেরহাটে স্থগিত হওয়া ইউপি নির্বাচন অনুষ্ঠিত ইউপি নির্বাচন ঘিরে সহিংসতায় ইসি বিব্রত: সিইসি ‘সমালোচনা হবে, সেটা মেনে নিতে হবে’ ‘জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে ক্ষতিগ্রস্ত, বেশির ভাগই নারী’ নামিবিয়াকে হারিয়ে সবার আগে সেমি-ফাইনালে পাকিস্তান শরীয়তপুর-চাঁদপুর সড়কে কালভার্ট দেবে যান চলাচল বন্ধ চুরি করতে না পেরে ব্যাংকের কাগজপত্রে আগুন অক্টোবরে রেকর্ড ৪.৭৩ বিলিয়ন ডলার রপ্তানি হাইকোর্টের কার্যতালিকার বাইরে রমনা বটমূলে বোমা হামলা মামলার আপিল বাঁধের উপর আশ্রয় নিয়েছে ৯২ পরিবার ‘কয়লাবিদ্যুৎ থেকে বেরিয়ে না এলে বাংলাদেশ একঘরে হতে পারে’
বাংলাদেশ
সাংবাদিক হত্যা: দায়মুক্তির সুযোগে ন্যায় বিচার যেন মরীচিকা
কেউ এক দশক আগে, কেউ আবার ২০০০ সালের শুরুর দিকে বা তারও আগে খুন হয়েছেন। তবে, তাদের মধ্যে অসাধারণ মিল আছে। আর তা হলো দায়মুক্তির কারণে কেউ এখনো ন্যায় বিচার পাননি। তাদের সবাই দায়িত্ব পালনের জন্য নিহত সাংবাদিক।
গত আড়াই দশকে অন্তত ১৩ জন সাংবাদিক হত্যার ঘটনায় দায়ের করা মামলাগুলো দৃশ্যত কালের পরিক্রমায় হারিয়ে গেছে।
তাদের সবার গল্পই এক। বিচারিক প্রক্রিয়া একটি গোলকধাঁধার মধ্যে দিয়ে যাওয়ার কারণে তদন্ত কখনো শেষ হয় না এবং অপরাধীদের খুঁজে বের করা যায় না। সব মিলিয়ে তারা সম্পূর্ণ দায়মুক্তি পান।
বেশিরভাগ ক্ষেত্রেই পরিবারের সদস্যরা শুধু বিচারপ্রার্থী। কিন্তু কোনো বিচার না পেয়ে তাদের শুধু হতাশই হতে হয়।
দৈনিক জনকণ্ঠের সাবেক বিশেষ প্রতিবেদক শামসুর রহমানের ভাই বকুল হতাশা প্রকাশ করে বলেন, ‘আমি শুধু এটুকুই বলতে পারি, ‘সরকার ন্যায়বিচারের কথা চিন্তা করে না।’
২০০০ সালে যশোরে শামসুর রহমানের অফিসে দুজন অস্ত্রধারী প্রবেশ করে তাকে গুলি করে হত্যা করে। খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনাল মামলাটি পরিচালনা করলেও গত ২১ বছরেও এ মামলার নিষ্পত্তি হয়নি।
বকুল বলেন, ‘মামলাটির বিচার এখনো শুরু হয়নি। কারণ একজন অভিযুক্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে স্থগিতাদেশ নিয়ে মামলার কার্যক্রম স্থগিত করেছে।’
বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, গণমাধ্যমকর্মীদের ওপর সহিংসতা ও হত্যার জন্য দায়মুক্তির সংস্কৃতি সংবাদপত্রের স্বাধীনতা এবং তথ্যে জনগণের প্রবেশাধিকারের জন্য একটি গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস-এর দেওয়া তথ্য অনুসারে, ১৯৯২ সাল থেকে বাংলাদেশে অন্তত ২৩ জন সাংবাদিক খুন হয়েছেন।
সেগুলোর মধ্যে মাত্র কয়েকটি মামলার রায় হয়েছে।
এমন একটি পরিস্থিতিতে, জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ঘোষিত সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি অবসানে আন্তর্জাতিক দিবস পালিত হয় মঙ্গলবার।
এ উপলক্ষে এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘সাংবাদিক হত্যার দায়মুক্তি অত্যন্ত বেশি। ইউনেস্কোর মতে, ১০টি মামলার মধ্যে প্রায় ৯টিতেই কেউ শাস্তি পায়নি।’
রিপোর্টিং এবং জনসাধারণের কাছে তথ্য পৌঁছে দেওয়ার জন্য ২০০৬ সাল থেকে ২০২০ সালের মধ্যে বিশ্বজুড়ে ১ হাজার ২০০ জনেরও বেশি সাংবাদিককে হত্যা করা হয়েছে।
জাতিসংঘের মহাসচিব গতকাল এক বিবৃতিতে বলেছেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের জন্য দায়মুক্তির অবসান হলো সব নাগরিকের জন্য মত প্রকাশের স্বাধীনতা ও তথ্যের প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মধ্যে একটি।’
অগ্রগতি নেই অনেক মামলার
দেশে নিহত সাংবাদিকদের মধ্যে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড অনেক বেশি আলোচিত।
২০১২ সালের এই হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের ঘোষণা দেন।
৯ বছর পেরিয়ে গেলেও এই দম্পতির পরিবারের জন্য ন্যায়বিচার এখনো অধরাই রয়ে গেছে। এখনো পর্যন্ত তদন্তকারী কর্মকর্তাদের কমপক্ষে ৮২ বার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু তারা চাঞ্চল্যকর এই মামলায় কোনো অগ্রগতি করতে পারেনি।
বেসরকারি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার রুনিকে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারে তাদের ভাড়া বাড়িতে নির্মমভাবে হত্যা করা হয়।
সবশেষ অগ্রগতিতে হাইকোর্টের একটি বেঞ্চ আবারও র্যাবকে ২৪ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন।
ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে, দক্ষিণ এশিয়ার আর্টিকেল-১৯-এর আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সাল মামলাটি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
সাগর এবং রুনি আলোচিত নাম হয়ে উঠলেও, কেউ কেউ হয়তো জানেন যে দীপঙ্কর চক্রবর্তীও একই পরিণতি ভোগ করেছিলেন।
বগুড়াভিত্তিক ‘দৈনিক দুর্জয় বাংলার’ সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহসভাপতিকে ২০