নিউজ ডেস্কে সামন্তসার ইউনিয়ন এর তারলিয়া ১নং ওয়ার্ডে আবারও মেম্বার পদ প্রার্থী আব্দুল মালেক খান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার সামন্তসার ইউনিয়ন এর ১নং ওয়ার্ড তারলিয়া গ্রামের মেম্বার পদে সকলের দোয়া চেয়েছেন সাবেক মেম্বার ও সামন্তসার ইউনিয়ন এর আওয়ামীলীগ এর কার্যনির্বাহী সদস্য আব্দুল মালেক খান।তিনি গ্রামকে যুগের প্রয়োজনে আধুনিকতার ছোঁয়া দিতে চান। গ্রামের যে সকল সমস্যা রয়েছে তা দ্রুত সমাধান করার জন্য তরুণ ও প্রবীণ সবাইকে নিয়ে কাজ করতে চান। সকাল থেকে রাত পর্যন্ত এলাকার সকলের কাছ যাচ্ছেন নিয়মিত সকলের খোজ খবর নিচ্ছেন। তিনি বিগত দিনে বিভিন্ন ধর্মীয় কাজে ও সমাজসেবামূলক কাজ করেছেন। আগামি ২৮ নভেম্বর তিনি সকলের কাছে দোয়া চেয়ে আর ভোটারদের ভোট চেয়ে নমিনেশন পত্র জমা দিয়েছেন। এলাকায় সকলের মিলে আবার ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন এমনটাই আশা করেন।কারণ এলাকার নবীন প্রবীণ ছোট বড় সকলের কাছে বর্তমানে তিনি পরিচিত এলাকার সবাই বলছে এবার তিনি ইনশাআল্লাহ আবার মেম্বার হবেন। গ্রামের সকল সমস্যা দূর করে নতুন করে গ্রামকে সাজাবেন এমনটাই জনগন আশা করে।