এম আমির হোসাইন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
‘বঙ্গবন্ধু’র অবদান, কৃষিবিদ ক্লাস ওয়ান’ সেøাগানকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ, পরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রফেসর ড. মো. ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোহাম্মাদ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল হাসান।
প্রধান অতিথির বক্তৃতায় ভাইস-চ্যান্সেলর বলেন, ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চত্বরে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা প্রদান করেন এবং বলেন তোদেরকে প্রথম শ্রেণির মর্যাদা দেয়া হল তোরা তা রক্ষা করিস। তিনি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লব এর চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে পুষ্টি সমৃদ্ধ খাদ্য সরবরাহের লক্ষ্যে টেকসই প্রযুক্তির প্রসার ঘটাতে হবে।