রাসেল মোল্লা কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ার ডাবলুগঞ্জ ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী দেলোয়ার হোসেন এর ক্যাডার কর্তৃক হাত পাখার সমর্থক মোঃ হযরত আলী (৪৫) কে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আহতের সূত্রে জানাযায় বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের পেয়ারপুর গ্রামে ইসলামি শাসনতন্ত্র আন্দোলন চরমোনাই মনোনীত হাত পাখা মার্কার প্রার্থী মাওলানা হেদায়েতুল্লাহ্’র পক্ষে ভোট চাইতে যান তার সমর্থক হযরত আলী। তখন তার উপর হামলা চালায় নৌকা মার্কার সমর্থক স্থানীয় সন্ত্রাসী সবুর, মালেক,কাওসার,হারুন সহ ১০ থেকে ১২ জনের একটি গ্রুপ। হামলায় হযরত আলীর তার ডান হাত ভেঙে দেয় এবং পিটিয়ে শরীরের বিভিন্ন স্থান জখম করে ফেলে রেখে যায়। পড়ে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনার খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
পাখা মার্কার প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মাওলানা হেদায়েতুল্লাহ সংবাদকর্মীদের জানান,তার সমর্থক মোঃ হযরত আলী দুপুর পেয়ারপুর গ্রামে এক বাড়ি ভোট চাইছেন যাচ্ছিলে তখন নৌকা মার্কার ক্যাডার সবুর, মালেক, কাওসার ও হারুনের নেতৃত্বে ১০-১২ জন মিলে মারধর করে ডান হাত ভেঙে ফেলে এবং তার সাথে থাকা নগদ টাকা নিয়ে যায় । তিনি সুষ্ট নির্বাচন নিয়ে সংঙ্কাপ্রকাশ করে এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ ঘটনায় মহিপুর থানায় উপরোক্তদের নামে অভিযোগ দায়ের করা হচ্ছে । এবিষয়ে নৌকা প্রতিকের প্রার্থী দেলোয়ার হোসেনের মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করলে ফোনটি ব্যাস্ত পাওয়া যায়। এজন্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আবুল খায়ের জানান, হাত পাখার সমর্থকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।