নিউজ ডেস্ক গোপালপুর ক্রীড়া সংস্থা খেলোয়াড়দের মাঝে জার্সিও খেলার সরঞ্জাম বিতরণ
টাঙ্গাইলের গোপালপুরে ক্রীড়া সংস্থা খেলোয়াড়দের মাঝে জার্সি ও খেলার সরঞ্জাম বিতরণ করেন উপজেলা প্রশাসন। আন্তঃ উপজেলা ফুটবল টিমের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়।
(১৪ নভেম্বর) সোমবার সকালে স্থানীয় সুতি ভি এম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে, গোপালপুর উপজেলা পরিষদের এর সৌজন্যে, আন্তঃ উপজেলা ফুটবল টিমের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়।
এসময় খেলার দেখাতে জার্সি তুলে দেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ পারভেজ মল্লিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, গোপালপুরের পৌর মেয়র মোঃ রকিবুল হক ছানা, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন, এসময় উপস্থিত ছিলেন সুতি ভি এম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান আতিক, গোপালপুর সরকারি কলেজের ক্রিয়া শিক্ষক মোঃ মাসুদুর রহমান রানা, মোঃ গোলাম মোস্তফা, আরো উপস্থিত ছিলেন অন্যান্য খেলোয়াড়বৃন্দ ও ফুটবল প্রেমী।