নিউজ ডেস্ক
কাশিমপুরে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেফতার ১
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানা এলাকার ৫ নং ওয়ার্ড বাগবাড়ী এলাকায় ১৩ বছরের স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে হাদিউজ্জামন( ৩৮) কে গ্রেফতার করেছেন কাশিমপুর থানা পুলিশ। । তরুণীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। ধর্ষক হাদিউজ্জামন দীর্ঘ দিন যাবৎ ধর্ষণের ঘটনা ভিডিও ধারণ করে তরুণীকে জিম্মি করে শারীরিক ভোগ করে আসছেন। কাশিমপুর থানাধীন বাগবাড়ী এলাকায় দারুস সুন্নাহ নুরানী হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ হাদিউজ্জামান (৩৮), পিতা-মৃত জাবেদ আলী সরদার, মাতা-করিমুন নেছা, সাং-মির্জাপুর সরদারপাড়া, থানা-কেশবপুর, জেলা-যশোর।
মাদ্রাসা শিক্ষকতার আড়ালে ১৩ বছরের তরুণীকে ধর্ষণ করে ধর্ষণের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওযার ভয় দেখিয়ে দীর্ঘদিন যাবৎ ধর্ষণ করে আসছিল। ধর্ষক হাদিউজ্জামনের দুইটি স্ত্রী রয়েছে এর মধ্যে একটি অন্যার স্ত্রী পরক্রিয়া করে বিয়ে করেন। কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবে খোদা জানিয়ছেন ধর্ষক হাদিউজ্জামনের বিরুদ্ধে ভিকটিমের পিতা ভুট্টাে বাদী হয়ে কাশিমপুর থানায়
মামলা করেন, মামলা নং-১২ তা-১৬/১১/২১ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং তৎসহ পর্নোগ্রাফি আইনের ৮(১)(২) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে,