এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীঃ মহামান্য হাইকোর্ট বিভাগের সেই সহকারী প্রোগ্রাম মোঃ হাসান গাজীর বিরুদ্ধে এবার জোরপূর্বক ভূমি দখল ও ক্ষমতার অপব্যবহার সহ হয়রানির অভিযোগ এনে মহামান্য সুপ্রিমকোর্ট রেজিস্ট্রার বরাবর স্বাক্ষরিত লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মোসাঃ রাবেয়া বেগম নামে এক মহিলা।
গত সোমবার (১৭ অক্টোবর) এ লিখিত অভিযোগ পত্র দেন। অভিযুক্ত ওই হাইকোর্ট কর্মকর্তা মোঃ হাসান গাজী, বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মতলেব গাজীর ছেলে। আর ভুক্তভোগী মোসাঃ রাবেয়া বেগম একই ওয়ার্ডের বাসিন্দা মৃত মোঃ আবুল হোসেন মৃধার স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, হাসান গাজী হাইকোর্টে চাকুরি করার সুবাদে নিজ এলাকায় ক্ষমতার অপব্যবহারে প্রভাব খাটিয়ে ভুক্তভোগীর জমি দখল করে অবৈধ ভাবে ঘর তোলার পায়তারা চালায়। যাহা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এবং বিভিন্ন ভাবে হয়রানি করার হুমকি ধামকি সহ বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে। যাহার একাধিক অভিযোগ স্থানীয় চেয়ারম্যান বরাবর সহ স্থানীয় থানায় অভিযোগ দেওয়া আছে।
এব্যাপারে ঘটনার সত্যতা জানিয়ে ভুক্তভোগী মোসাঃ রাবেয়া বেগম প্রতিবেদককে বলেন, তার ও তার পরিবারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এমন কাজ করতে বাধ্য হয়েছি। তারা এলাকার কোনও শালিস ব্যবস্থা এবং দেশের আইন কানুন মানেনা। তাই আমি সুষ্ঠু সমাধান সহ বিচার দাবি করছি।