আলী আজিম, মোংলাঃ
মোংলা পোর্ট পৌরসভার ১নং ওয়ার্ডে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) সকালে পৌর শহরের মোর্শেদ সড়কে নিম্ন আয়ের মানুষের মাঝে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিতরণের উদ্বোধন করেন পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় ডিলাররা টিসিবি পণ্য সরবরাহ করছে ওই এলাকার কার্ডধারী নিম্ন আয়ের মানুষের মাঝে। সকাল ১০টা থেকে লাইনে দাড়িয়ে টিসিবির পণ্য ৪শত ৫ টাকার বিনিময়ে তা গ্রহণ করছে পৌর ১নং ওয়ার্ডবাসী। এ সময় দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে দেখা যায় অনেককেই। পণ্যের মধ্যে রয়েছে- ২ লিটার সোয়াবিন তৈল, ২ কেজি মুশরি ডাল, ১ কেজি চিনি।
পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন বলেন, টিসিবির পন্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে। টিসিবির পণ্য সরবরাহ বাজার নিয়ন্ত্রনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন বিতরণকারী কর্তৃপক্ষ।
সা.এ/রোকন