মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধিঃ
১৯ দিন ব্যাপী আন্তর্জাতিক সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে শেষ জুমার নামাজের জন্য আগত মেহমান বিন্দু আপনাদের উদ্দেশ্যে কিছু সতর্কবার্তা এবং প্রয়োজনীয় তথ্যসমূহ।
১/মাহফিলে আসার সময় জায়নামাজ নিয়ে আসবেন।
২/আপনারা যারা বাইক নিয়ে মাহফিল আসবেন কোনো ভাবে সিরাত ময়দানে বাইক রাখার চেষ্টা করবেন না।চুনতি মাদ্রাসার মাঠে বাইক পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে।
৩/যেহেতু মাহফিলে শেষ জুমার বার লাখো মুসল্লির সমাগম হবে।তাই আপনার এবং আপনাদের মোবাইল, মানি ব্যাগ ও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিস পত্র আপনাদের হেফাজতে রাখবেন।
৪/নামাজের আগে তবুরুক দেওয়া হবে,,সবাই নামাজের আগে তবুরুক খেয়ে নিবেন।
৫/তবুরুক খাওয়ার জন্য যদি লাইনে বেশি ভীর হয়,,তবে নিজেকে সতর্ক রাখুন।আপনি সতর্ক থাকলে আপনার মোবাইল, মানি ব্যাগ হেফাজতে থাকবে।প্রতি নিয়ত এটা মনে রাখবেন যে,,আপনার আশেপাশে পকেট মাইর ঘুরাঘুরি করতেছে।সুযোগ বুঝে আপনার মূল্য বান জিনিস হাতিয়ে নেওয়ার জন্য।
৬/মাহফিলে কোনো রকম মহিলা না আসার জন্য অনুরোধ রইলো।